Category – Blog
সম্প্রতি WBPSC-এর তরফ থেকে WBPSC মিসলেনিয়াসে শূন্যপদে নিয়োগ করার জন্য একটি বিজ্ঞপতি করেছে। এই পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আপডেট দেওয়া হল।
WBPSC আয়োজিত এই পরীক্ষাটির নাম হল – Miscellaneous Services Recruitment Examination, 2023. এই পরীক্ষাটি PSC মিসলেনিয়াস 2023 পরীক্ষা নামেও পরিচিত।
[বিঃ দ্রঃ WBPSC মিসলেনিয়াসে কত শূন্যপদ রয়েছে তা এখনো WBPSC-এর তরফ থেকে জানা যায়নি, কিন্তু শীঘ্রই তা প্রকাশিত হবে বলে জানিয়েছে WBPSC কর্তৃপক্ষ।]
Table of Contents
PSC মিসলেনিয়াস 2023 পরীক্ষাটি কি?
PSC এর সম্পূর্ণ নাম হল পাবলিক সার্ভিস কমিশন। WBPSC অর্থাৎ পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষাটি আয়োজন করে।
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ব্লক ওয়েলফেয়ার অফিসার, অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট অডিটর, বোর্ড অফ রেভিনিউ ইত্যাদির মতো বিভিন্ন পদে কর্মী নিয়োগ করার জন্য এই পরীক্ষাটি হয়।
পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটি তিনটি ধাপে সম্পন্ন হয় –
1) প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam),
2) মেইনস পরীক্ষা (Mains Exam) ও
3) পার্সোনালিটি টেস্ট (Personality Test)।
তিনটি পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পর এই মিসলেনিয়াস পদগুলিতে নিযুক্ত হওয়া যায়।
PSC মিসলেনিয়াস পরীক্ষাটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ক্লিক করুন – PSC মিসলেনিয়াস পরীক্ষা কি?
PSC মিসলেনিয়াস পরীক্ষাটি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
- PSC মিসলেনিয়াস পরীক্ষাটি বাংলা বা ইংরাজি ভাষায় দেওয়া যায়।
- পরীক্ষার MCQ-তে ভুল উত্তরের জন্য নেভেটিভ মার্কিং রয়েছে।
- সাধারণত 40% নাম্বার প্রয়োজন উত্তীর্ণ হওয়ার জন্য। [কিছু প্রার্থীদের জন্য নাম্বারের উপর ছাড় রয়েছে।]
- যদি কেউ নিজের পরিচয় উত্তরপত্রে প্রকাশিত করে তাহলে নাম্বারের 10% কেটে নেওয়া হবে।
WBPSC Miscellaneous Notification 2023 PDF Download | WBPSC মিসলেনিয়াস 2023 অফিসিয়াল PDF ডাউনলোড করে নাও।
WBPSC মিসলেনিয়াস 2023 পরীক্ষার তারিখ | Date of Examination of WBPSC Miscellaneous 2023
WBPSC তরফ থেকে WBPSC মিসলেনিয়াস 2023 পরীক্ষার তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এই পরীক্ষার তারিখ জানার জন্য আমাদের কেরিয়ার বন্ধুর ওয়েবসাইটের সঙ্গে https://careerbondhu.com যুক্ত থাকুন এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।
PSC মিসলেনিয়াস 2023 পরীক্ষার রেজিস্ট্রেশন বা আবেদন করার তারিখ
PSC মিসলেনিয়াস 2023 পরীক্ষার রেজিস্ট্রেশন বা আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 5ই অক্টোবর 2023 থেকে PSC মিসলেনিয়াস 2023 পরীক্ষার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে।
PSC মিসলেনিয়াস 2023 পরীক্ষার অ্যাপ্লিকেশন শেষ হবে 2রা নভেম্বর, 2023 তারিখে দুপুর 3টের (3:00 pm) সময়।
আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে করতে হবে। অ্যাপ্লিকেশন ফি অফলাইন বা অনলাইন উভয় মাধ্যমেই জমা দেওয়া যাবে। অনলাইনে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ 2রা নভেম্বর, 2023; আর অফলাইনে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ 3রা নভেম্বর, 2023.
WBPSC মিসলেনিয়াস 2023 পরীক্ষার অ্যাপ্লিকেশন ফি কত টাকা?
PSC মিসলেনিয়াস 2023 পরীক্ষার অ্যাপ্লিকেশন ফি হল মাত্র 160 টাকা। পশ্চিমবঙ্গের SC/ST/PwBD (40%) প্রার্থীদের কোনো অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন নেই, অর্থাৎ তারা সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষায় আবেদন করতে পারবে।
PSC মিসলেনিয়াস 2023 পরীক্ষায় আবেদন করার যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা
PSC মিসলেনিয়াস 2023 পরীক্ষায় আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবে।
বয়স
প্রার্থীদের বয়স 20 বছর থেকে 39 বছরের মধ্যে থাকতে হবে। পশ্চিমবঙ্গে বসবাসকারী SC/ST/OBC/PwBD প্রার্থীদের জন্য বয়সের উপর ছাড় রয়েছে।
PSC মিসলেনিয়াস 2023 পরীক্ষায় আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
PSC মিসলেনিয়াস 2023 পরীক্ষায় আবেদন করার পদ্ধতি
PSC মিসলেনিয়াস 2023 পরীক্ষায় কিভাবে আবেদন করতে হবে, তা নীচে ধাপে ধাপে দেওয়া হল –
- WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই নাও (Apply Now) তে ক্লিক করুন।
- এরপর “নিউ রেজিস্ট্রেশন” এ ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।
- এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।
[বিঃদ্রঃ যাদের পূর্বে রেজিস্ট্রেশন করা আছে তারা অ্যাপ্লাই নাও-এ ক্লিক করার পর এই স্টেপটি সম্পূর্ণ করুন।] - “WBPSC মিসলেনিয়াস নিয়োগ 2023” নির্বাচন করুন।
- আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য এবং ডকুমেন্ট আপলোড করে সম্পূর্ণ করুন।
[বিঃ দ্রঃ আবেদন করার সময় ত্রুটিপূর্ণ করার চেষ্টা করবেন; কারণ একবার আবেদন করা হয়ে গেলে তা আর চেঞ্জ বা এডিট করা যাবে না। তাই আবেদন প্রক্রিয়ায় সাবিমিট করার আগে একবার ভালো করে মিলিয়ে দেখে নেবেন।] - এরপর অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।
- আবেদন করার পর আবেদনপত্রের pdf টি ডাউনলোড করুন এবং তা প্রিন্টআউট করে রাখতে পারেন।
আবেদন করার জন্য নীচে লিঙ্ক দেওয়া হল↓
PSC মিসলেনিয়াস 2023 পরীক্ষায় আবেদন করার লিঙ্ক
PSC মিসলেনিয়াস 2023 পরীক্ষার সেন্টার কোথায় কোথায় রয়েছে?
PSC মিসলেনিয়াস 2023 পরীক্ষার সেন্টার যে জায়গাগুলিতে রয়েছে, তা কোড নং সমেত দেওয়া হল –
- 11–কলকাতা (Kolkata),
- 12–বারুইপুর (Baruipur),
- 13–ডায়মন্ড হারবার (Diamond Harbour),
- 14–ব্যারাকপুর (Barrackpore),
- 15–বারাসাত (Barasat),
- 16–হাওড়া (Howrah),
- 17–চুঁচুড়া (Chinsurah),
- 18–বর্ধমান (Burdwan),
- 19–দুর্গাপুর (Durgapur),
- 20–মেদিনীপুর (Medinipur),
- 21–তামলুক (Tamluk),
- 22–বাঁকুড়া (Bankura),
- 23–পুরুলিয়া (Purulia),
- 24–ঝাড়গ্রাম (Jhargram),
- 25–সিউড়ী (Suri),
- 26–কৃষ্ণনগর (Krishnanagar),
- 27–বহরমপুর (Berhampore),
- 28–মালদাহ বা মালদা (Malda),
- 29–বালুরঘাট (Balurghat),
- 30–রায়গঞ্জ (Raigunj),
- 31–জলপাইগুড়ি (Jalpaiguri),
- 32–আলিপুরদুয়ার (Alipurduar),
- 33–কোচবিহার (Coochbehar),
- 34–শিলিগুড়ি (Siliguri),
- 35–কালিম্পং (Kalimpong) এবং
- 36–দার্জিলিং (Darjeeling).
টেকনিক্যাল সাপোর্টের জন্য যোগাযোগ করতে পারেন নীচে দেওয়া নাম্বারে ফোন বা ইমেল আইডিতে মেইল করে। যোগাযোগ করার সময় হল যে কোনো কার্যদিবসে সকাল 11:00 টা থেকে বিকেল 4:00 টা পর্যন্ত।
Help Desk: (033) 4058-5640
Email-id: pscwbit01@gmail.com
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।