Category – Colleges | Medical Colleges
2005 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় শোভা রানী নার্সিং কলেজ (Shova Rani Nursing College)। এই কলেজটি KPC গ্রুপের অধীনস্থ একটি নার্সিং কলেজ।
এই নার্সিং কলেজটি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স (WBUHS) এবং দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল (INC) দ্বারা অনুমোদিত।
Table of Contents
শোভা রানী নার্সিং কলেজে কি কি পড়ানো হয় ?
শোভা রানী নার্সিং কলেজে নার্সিং-এর আন্ডার গ্র্যাজুয়েট কোর্স পড়ানো হয়। যথা –
- B.Sc Nursing (Hons)
- Post Basic B.Sc Nursing
বি.এস.সি নার্সিং কোর্সটি 4 বছরের এবং পোস্ট বেসিক বি.এস.সি নার্সিং কোর্সটি 2 বছরের হয়।
B.Sc Nursing কোর্সে ভর্তি হওয়ার জন্য পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry), জীববিদ্যা (Biology) ও ইংরাজি (English) বিষয়গুলি ও 50% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
Post Basic B.Sc Nursing কোর্সে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় পাশ করার পরে GNM নার্সিং কোর্স উত্তীর্ণ প্রার্থীরা ভর্তি হতে পারবে।
শোভা রানী কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?
শোভা রানী নার্সিং কলেজে দুইভাবে ভর্তি হওয়া যায়,
ক) প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়ে।
খ) ডাইরেক্ট অ্যাডমিশনও হয়।
প্রবেশিকা পরীক্ষা – এই কলেজে নার্সিং কোর্সে ভর্তি হওয়ার জন্য JENPAS (UG) প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
যোগাযোগ
Address
Shova Rani Nursing College,K P C Medical College, and Hospital Campus
2, Jadavpur Station Link Road, Jadavpur
Kolkata, West Bengal, India
PIN: 700032
Contact Details
Phone: 8777676374 / 9433230842
Website: https://kpcmedicalcollege.in/
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।