first day at office
Category – Tips

চাকরি পাওয়ার আগে ইন্টারভিউ দেওয়ার জন্য যেমন টেনশন হয় সেরকমই চাকরি পাওয়ার পর অফিসের প্রথম দিন নিয়েও তেমনই টেনশন হয়। অফিসের প্রথম দিন কিভাবে কাটাবো, কি করবো এবং কোন কোন কাজগুলি করা উচিত নয় ইত্যাদি বিভিন্ন প্রশ্ন ভাবতে থাকি এবং টেনশন করে থাকি আমরা।

first-day-of-work
অফিসের প্রথম দিন নিয়ে চিন্তিত

ইন্টারভিউ দেওয়ার জন্য যেমন আমরা প্রস্তুতি বা প্রিপারেশন (Preparation) নিয়ে থাকি, সেরকমই অফিসের প্রথম দিন কিভাবে কাটাবেন তারও প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তাই আমরা আমাদের এই প্রবন্ধে আলোচনা করবো, অফিসের প্রথম দিন কিভাবে কাটাবেন। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক।


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


অফিসের প্রথম দিন কিভাবে কাটাবেন?

অফিসের প্রথম দিন যে কাজগুলি করবেন/করবেন না, তা নীচে আলোচনা করা হল:

সঠিক সময়ে পৌঁছানো

অফিসের প্রথমদিন কোনোরকম দেরি করা চলবে না। প্রথমদিন দরকার হলে একটু আগে বেরিয়ে যান এবং 5-10 মিনিট আগে অফিসে পৌঁছে যাওয়া ভালো।

Go-office-on-time
প্রথম দিন অফিসে সঠিক সময়ে পৌঁছান

পোশাক-পরিচ্ছদ

ইন্টারভিউ দেওয়ার জন্য যেমন পোশাক নিয়ে সচেতন হতে হয় সেরকমই প্রথমদিন অফিসে যাওয়ার জন্য পোশাক-পরিচ্ছদের দিকে নজর দিতে হয়। অফিসের যদি নির্দিষ্ট ড্রেস-কোড থাকে তাহলে তা আগে থেকে জেনে নিন এবং সেই পোশাক পরে যাওয়া আবশ্যক। অফিসে সাধারণত হালকা রঙের ফর্মাল পোশাক পড়া উচিত। ড্রেসের সাথে সঠিক জুতো পরা উচিত। মহিলাদের ক্ষেত্রে খুব বেশি সেজে, গহনা পড়ে যাওয়া উচিত নয়।

careerbondhu.com whatsapp channel

সকলের সাথে পরিচয় করা

প্রথম দিন সকলের সাথে কথা বলুন এবং নিজের পরিচয় দিন। কেউ যদি কথা বলতে নাও আসে তাহলে আপনি নিজে গিয়ে নতুন সহকর্মীদের সাথে কথা বলা ও পরিচয় করার উদ্যোগ নিন। যাদের সঙ্গে আপনি কাজ করবেন তাদের ফোন নম্বর নোট করুন এবং সবার নাম মনে রাখার চেষ্টা করুন। অত্যাধিক কথা বা গল্প করা চলবে না। নিজের সম্পর্কে কিছু কথা, যেমন – নাম, কি পড়াশোনা করেছেন, কোথায় থাকেন ইত্যাদি ধরণের কথা বলতে পারেন।

introduce yourself
সকলের সাথে পরিচয় করা

কোম্পানির নীতি, নিয়ম সম্পর্কে জানা

অফিসে যাওয়ার আগে এবং প্রথম দিন অফিসে গিয়ে কোম্পানির বিভিন্ন নিয়ম-নীতি সম্পর্কে জেনে নেবেন এবং সকল নিয়ম মেনে চলার চেষ্টা করুন।

মনোযোগ দেওয়া

আপনার কাজ সম্পর্কে বোঝার জন্য সম্পূর্ণ মনোযোগ দেওয়া প্রয়োজন। আপনার বস বা সিনিয়র কোনো সহকর্মী যখন কাজ সম্পর্কে কিছু বলবে তা ভালো করে শুনবেন। এতে কাজ সঠিকভাবে করতে পারবেন।


আরো পড়ুন – কিভাবে সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে মোটিভেট রাখবেন?

নোট করে রাখা

অনেক সময় শোনা কথা আমাদের মনে থাকে না, তাই যখন কাজ সম্পর্কিত কোনো কথা হচ্ছে তা নোট করে রাখা প্রয়োজন। গুরুত্বপূর্ণ কথাগুলি নোট করে রাখলে, তা আপনাকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করবে। তাই প্রথমদিন অফিসে একটি নতুন ডাইরি নিয়ে যান এবং তাতেই কাজ নোট করা শুরু করুন।

note every work details
কাজ সম্পর্কিত তথ্য নোট করে রাখা

প্রশ্ন করা

কোনো কাজ বা এমন কিছু বিষয় যা বুঝতে পারছেন না। তাহলে তখনই নির্দ্বিধায় জিজ্ঞাসা করা উচিত। আপনি প্রশ্ন যদি না করেন, তাহলে কাজ ঠিক হবে না এবং এতে আপনারই ক্ষতি হবে।

কাজের প্রতি আগ্রহ দেখানো

আপনি যে কাজের প্রতি আগ্রহী তা দেখাতে হবে। নিজের কাজ সম্পর্কে ভালো করে বুঝে নিন এবং না বুঝতে পারলে প্রশ্ন করুন, এর মাধ্যমে আপনার কাজের প্রতি আগ্রহ বোঝা যাবে।

careerbondhu.com telegram channel

ধন্যবাদ জানানো

প্রথম দিন বলে নয় যখনই আপনাকে কেউ সাহায্য করবে আপনার উচিত তাকে ধন্যবাদ জানানো। তাই যদি অফিসে কেউ আপনাকে কোনো ছোট কাজেও সাহায্য করে থাকে, তাহলে তাকে ‘Thank you’ বলুন। এর মাধ্যমে সকলের সাথে একটি ভালো সম্পর্ক গড়ে উঠবে।

মোবাইল ফোন দূরে রাখা

আমরা সকলেই মোবাইল তথা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি। কিন্তু কাজের সময় তা একদমই করা উচিত নয়। প্রথম দিন সকলের কাছে একটি ভালো ইমপ্রেশন তৈরি করার জন্য মোবাইল ফোন যৎসামান্য ব্যবহার করুন। আবার কিছু কিছু কোম্পানির নিয়মই থাকে যে ফোন লোকারে রাখতে হবে, সেক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন হতে হবে না।

do not use mobile phone
কাজের সময় মোবাইল ব্যবহার করা উচিত না

নেতিবাচক কথা বলবেন না

নিজেকে সব সময় পজিটিভ রাখতে হবে। কারোর সম্পর্কে কোনো খারাপ কথা বলবেন না। আপনি প্রথম দিন গিয়ে কোনো নেতিবাচক কথা বললে, ইমপ্রেশন খারাপ হবে।

আপনি যদি আগে কোনো কোম্পানিতে কাজ করে থাকেন, তাহলে সেই কোম্পানি সম্পর্কে বেশি কথা বলবেন না এবং আগের কোম্পানি এবং বর্তমান কোম্পানির মধ্যে তুলনা করবেন না। কোনো কোম্পানি সম্পর্কেই খারাপ কথা বলবেন না।

মনে রাখবেন, আপনার প্রথম দিনটি মূলত কাজ বুঝে নেওয়া এবং সকলের সাথে পরিচয় ও সম্পর্ক তৈরি করার জন্য। নিজেকে পজিটিভ ও একটিভ রাখুন এবং দিনটি হাসিমুখে কাটিয়ে দিন।

আলোচনাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর এই রকম আর পোস্ট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে https://careerbondhu.com/ নিয়মিত চোখ রাখো।

পর্ব সমাপ্ত! আরো পড়ুন – ইন্টারভিউর প্রস্তুতি কিভাবে নেবেন? 


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


কেরিয়ার ও ব্যবসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে বা কি রকম ধরনের পোস্ট চাইছো, তা নীচের ছবিটায় ক্লিক করে জানাতে পারো↓

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!