AIIMS
Category – Entrance Exam

AIIMS পরীক্ষা কী?

AIIMS এর সম্পূর্ণ কথা All India Institute of Medical Sciences. AIIMS Exam হল একটি প্রবেশিকা পরীক্ষা, যা উত্তীর্ণ করে মেডিক্যাল সংক্রান্ত বিভিন্ন কোর্সে ব্যাচেলার ডিগ্রি ও মাস্টার ডিগ্রি করা যায়।

AIIMS প্রবেশিকা পরীক্ষা দিয়ে যে যে কোর্স করা যায় তা হল –

  • Bachelor of Optometry
  • B.Sc. Nursing
  • M.Sc. Nursing
  • M.Sc Courses (Anatomy, Biochemistry, Biophysics, Pharmacology & Physiology)
  • M. Biotechnology ইত্যাদি।

মেডিক্যাল কোর্সে ভর্তি হওয়ার আরো একটি অন্যতম প্রবেশিকা পরীক্ষা হল NEET. পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জেনে নাও – NEET কি?

AIIMS পরীক্ষার যোগ্যতা (Eligibility)

শিক্ষাগত যোগ্যতা

  • AIIMS পরীক্ষা দিয়ে ব্যাচেলার ডিগ্রি কোর্স করার জন্য বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে।
  • AIIMS পরীক্ষা দিয়ে মাস্টার ডিগ্রি কোর্স করার জন্য ব্যাচেলার ডিগ্রি কোর্স 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে।

AIIMS পরীক্ষার বিষয় (Details of Exam)

AIIMS পরীক্ষাটি কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা। পরীক্ষাটিতে MCQ ধরনের প্রশ্ন আসে। পরীক্ষাটি দুটি শিফটে অর্থাৎ সকাল 9 টা থেকে দুপুর 12:30 মিনিটে এবং দুপুর 3 টে থেকে সন্ধ্যা 6:30 মিনিটে অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি সাধারণত মে (May) মাসে হয়। 4টি বিষয় থেকে মোট 200টি প্রশ্ন আসে।

কোন কোন বিষয় থেকে কটি করে প্রশ্ন আসে তা নীচে ছকের সাহায্যে দেখানো হল

প্রত্যেকটি MCQ-তে 1 নাম্বার করে রয়েছে, মোট 200 নাম্বারে পরীক্ষাটি হয়। ভুল উত্তর দিলে ⅓ করে নেগেটিভ মার্কিং হয়।

পরীক্ষার ভাষা

পরীক্ষাটি দুটি ভাষায় দেওয়া যায়, যথা – ইংরাজি ও হিন্দি

পরীক্ষার সময়

পরীক্ষাটির জন্য 3 ঘণ্টা 30 মিনিট নির্ধারিত করা হয়েছে।

AIIMS পরীক্ষার সিলেবাস

বিজ্ঞান বিভাগের দ্বাদশ (12) শ্রেণীর সিলেবাস অনুযায়ী পরীক্ষার প্রশ্ন আসে। সাধারণত NCERT-এর সিলেবাস মানা হয়।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!