Optometrist
Category – Profession

চোখ হল আমাদের পাঁচটি ইন্দ্রিয়ের মধ্যে অন্যতম। মানুষ থেকে শুরু করে সকল প্রাণীর ক্ষেত্রেই চোখ দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখ দিয়ে আমরা সারা পৃথিবীর সৌন্দর্যকে উপলব্ধি করি। তাই আমাদের উচিত চোখের বিশেষ যত্ন নেওয়া।

বর্তমানে জীবনযাত্রার মান পরিবর্তিত হয়েছে। যার দরুণ শিশু বয়স থেকেই খেলাধূলার পরিবর্তে স্মার্টফোন, ল্যাপটপ, টেলিভিশন ইত্যাদি আলোক উজ্জ্বল ইলেকট্রনিক্স গ্যাজেটের মাত্রাতিরিক্ত ব্যবহার এবং রোজকার খাদ্যে পুষ্টির অভাব চোখ সহ বিভিন্ন অঙ্গকে ক্ষতি গ্রস্ত করছে। এই ক্ষতির তালিকায় সর্বাগ্রে রয়েছে দুর্বল দৃষ্টিশক্তি। ছোটো বয়স থেকেই পরিষ্কার দেখতে না পাওয়ার কারণে সারা জীবনের সঙ্গী হয়ে উঠছে চশমা। চোখের পাওয়ার চেক করে সঠিক চশমা যারা রোগীদের প্রেসক্রাইব করেন, তারা অপ্টোমেট্রিস্ট (Optometrist).


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


অপ্টোমেট্রিস্ট (Optometrist) কাদের বলা হয়?

যিনি বিভিন্ন যন্ত্র ব্যবহার করে চোখ পরীক্ষা অর্থাৎ চোখের পাওয়ার (Power) চেক করেন, তাকে অপ্টোমেট্রিস্ট (Optometrist) বলা হয়। কিছু ক্ষেত্রে এই অপ্টোমেট্রিস্টের পরীক্ষা দ্বারা নির্ধারিত চোখের পাওয়ার অনুযায়ী চোখের ডাক্তার বা চক্ষু বিশেষজ্ঞ চশমার পাওয়ার প্রেসক্রাইব করেন।

অপ্টোমেট্রিস্টরা কি ধরনের কাজ করেন?

একজন অপ্টোমেট্রিস্টের প্রধান কাজ চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা করে, চশমার বা লেন্সের পাওয়ার (Power) নির্ধারণ করা। এছাড়া বিভিন্ন বিষয়ে চোখের ডাক্তার বা চক্ষু বিশেষজ্ঞকে সাহায্য করা।


আরো পড়ুন – Dentist as Profession | কিভাবে ডেনটিস্ট হওয়া যায়?

অপ্টোমেট্রিস্ট হবার জন্য কি যোগ্যতার প্রয়োজন?

একজন অপ্টোমেট্রিস্ট হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার পর 4 বছরের ব্যাচেলার ডিগ্রি কোর্স – Bachelor of Optometry (B.OPTM) নিয়ে ডিগ্রি অর্জন করতে হবে।

careerbondhu.com whatsapp channel

একজন সফল অপ্টোমেট্রিস্ট (Optometrist) হবার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?

একজন সফল অপ্টোমেট্রিস্ট হওয়ার জন্য যে যে বিষয়ে দক্ষ হওয়া প্রয়োজন, তা হল –

  • সঠিক পাওয়ার নির্ধারণ করার ক্ষমতা
  • বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি চালানোর দক্ষতা
  • যে কোনো পরিস্থিতি, শান্তভাবে সামলানোর দক্ষতা
  • মনযোগী ও সাহসী হওয়া
  • কমিউনিকেশন স্কিল ইত্যাদি।

আরো পড়ুন – Pharmacist as Profession | কিভাবে ফার্মাসিস্ট হওয়া যায়?

এই পেশার ভবিষ্যৎ কেমন?

বর্তমানে বিভিন্ন কারণে পরিবেশ দূষণ হচ্ছে আর তারই সাথে বেড়ে উঠছে বিভিন্ন রোগের সংক্রমণ। চোখ আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন ধোঁয়া, ধুলোবালি আমাদের চোখের সংস্পর্শে আসছে যার ফলে বিভিন্ন চোখের সমস্যা বাড়ছে এবং এই সমস্যার ফলে মানুষ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারেন। এছাড়াও বর্তমানে ডিজিটাল গ্যাজেটগুলির সামনে মানুষ প্রায় 12 ঘণ্টা বা তার বেশি সময় কাটিয়ে থাকেন। যার ফলে ছোটো থেকে বৃদ্ধ সকলেরই চশমা প্রয়োজন। তাই প্রয়োজন দক্ষ চক্ষু বিশেষজ্ঞ এবং তারই সাথে চোখের পাওয়ার চেক করার জন্য প্রয়োজন দক্ষ অপ্টোমেট্রিস্ট।
[careerbondhu.com telegram channel
তাই অপ্টোমেট্রিস্ট কেরিয়ার হিসাবে বেছে নিলে সুপ্রতিষ্ঠিত হওয়ার দারুণ সুযোগ রয়েছে। দেশে-বিদেশে প্র্যাকটিস করার প্রচুর সুযোগ থাকায়, এই পেশার ভবিষ্যৎ উজ্জ্বল। একজন দক্ষ অপ্টোমেট্রিস্ট বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বা নিজস্ব চেম্বার খুলে প্র্যাকটিস করতে পারেন।


আরো পড়ুন – Nurse as Profession | কিভাবে নার্স হওয়া যায়?

এই পেশায় কেমন বেতন পাওয়া যেতে পারে?

একজন অপ্টোমেট্রিস্টের বার্ষিক আয় প্রায় 1 লাখ থেকে 6 লাখ বা তার বেশি হয়। কর্মস্থান ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই আয় ক্রমশ পরিবর্তিত হয়।

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন↓

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!