IBPS-Clerk-Syllabus
Category – Syllabus

IBPS এর সম্পূর্ণ নাম ”The Institute of Banking Personnel Selection.”

ভারতবর্ষের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিতে (SBI বাদে) ক্লার্ক (Clerk) পদে নিয়োগের জন্য IBPS Clerk পরীক্ষাটি হয়।


IBPS Clerk পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে – IBPS Clerk পরীক্ষা কি? | IBPS Clerk Exam Details

ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পারসোনেল সিলেকশান কমিটি (Institute of Banking Personnel Selection) কমিটি IBPS ক্লার্ক পরীক্ষার সিলেবাস তৈরি করে। আমাদের এই পোস্ট থেকে IBPS Clerk পরীক্ষার সিলেবাস সম্পূর্ণ বাংলায় ডাউনলোড করে নাও ।

আইবিপিএস ক্লার্ক (IBPS Clerk) পরীক্ষার সিলেবাস

IBPS ক্লার্ক পরীক্ষাটি দুটি ধাপে হয়ে থাকে –

  1. প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Examination) ও
  2. মেইন্স পরীক্ষা (Mains Examination)।

পরীক্ষাটি দুটি ধাপে হওয়ায় পরীক্ষার সিলেবাসও দুটি ভাগে বিভক্ত, যথা – আইবিপিএস প্রিলিমিনারি সিলেবাস (IBPS Preliminary Syllabus) এবং আইবিপিএস মেইন্স সিলেবাস (IBPS Mains Syllabus).

আইবিপিএস প্রিলিমিনারি পরীক্ষাটি তিনটি বিষয়ের উপর হয়ে থাকে, যথা-

  • ইংলিশ ল্যাঙ্গুয়েজ (English Language)
  • নিউমেরিকাল এবিলিটি (Numerical Ability)
  • রিজনিং এবিলিটি (Reasoning Ability).

মেইন্স পরীক্ষাটিতে চারটি বিষয় থেকে প্রশ্ন আসে, সেগুলি হল –

  • জেনারেল/ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস (General/Financial Awareness)
  • ইংরাজি (General English)
  • রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড (Reasoning Ability and Computer Aptitude)
  • কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড (Quantitative Aptitude).

আইবিপিএস প্রিলিমিনারি ও মেইন্স পরীক্ষার সিলেবাস বিস্তারিত জানতে নীচের PDF টি দেখে নিন। ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কটিতে ক্লিক করুন।

IBPS Clerk পরীক্ষার সিলেবাসের PDF → IBPS ক্লার্ক সিলেবাস | IBPS Clerk Syllabus Download

সিলেবাস সম্পর্কে আরো জানার জন্য ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পারসোনেল সিলেকশান কমিটির অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in ভিসিট করতে পারো।

পর্ব সমাপ্ত!

কেরিয়ার ও ব্যবসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে; নীচের ছবিটি ক্লিক করে আমাদের জিজ্ঞাসা করতে পারেন↓

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!