Category – Colleges | Law Colleges
1970 সালে সাউথ কলকাতা ল কলেজ (South Calcutta Law College) প্রতিষ্ঠিত হয়। দেশের বিশিষ্ট এবং সুপরিচিত আইন কলেজগুলির মধ্যে একটি হল সাউথ কলকাতা ল কলেজ।
সাউথ কলকাতা ল কলেজ ভারত সরকারের বার কাউন্সিল অফ ইন্ডিয়া (BCI) দ্বারা অনুমোদিত। কলকাতা ইউনিভার্সিটির অধীনস্থ এই কলেজ।
Table of Contents
কি কি পড়ানো হয় সাউথ কলকাতা ল কলেজে?
সাউথ কলকাতা ল কলেজে আইন নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স পড়ানো হয়।
আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓
স্নাতক (Graduation)
স্নাতক স্তরের দুটি LLB (Bachelor of Laws) কোর্স রয়েছে, যথা –
- B.A. LL.B.
- B.A. LL.B. (Hons.)
B.A. LL.B উভয় কোর্সের সময়সীমা 5 বছর। B.A. LL.B. কোর্স দুটিতে ভর্তি হওয়ার জন্য যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা উত্তীর্ণ হতে হয়।
আরো পড়ুন – LLB কোর্স কি? | LLB Course | Bachelor of Laws
স্নাতকোত্তর (Post-Graduation)
স্নাতকোত্তর কোর্সের মধ্যে রয়েছে, LLM (Master of Laws)।
স্নাতকোত্তর কোর্সের সময়সীমা 2 বছর। LLM কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.A. LL.B বা LLB-এর স্নাতক কোর্সে উত্তীর্ণ হতে হয়।
সাউথ কলকাতা ল কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?
সাউথ কলকাতা ল কলেজে ভর্তি হওয়ার জন্য কলকাতা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট (Admission Test) দিতে হয়। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কাউন্সিলিং-এর মাধ্যমে ডাইরেক্ট অ্যাডমিশন হয়।
যোগাযোগ
Address
South Calcutta Law College, Main Building
6/1, Swinhoe Street, 1st Floor
Kolkata, West Bengal, India
PIN: 700019
Contact Details
Phone:
(+91)(033)2440-8182
Email: sclawedu@gmail.com
Website: www.southcalcuttalawcollege.ac.in
পর্ব সমাপ্ত!
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।