Category – Colleges | Medical Colleges
2008 সালে নেওটিয়া একাডেমি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট [Neotia Academy of Nursing Institute (NAN)], কলকাতা প্রতিষ্ঠিত হয়েছিল। NAN একটি বেসরকারি কলেজ।
নেওটিয়া একাডেমি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটটি ভারতীয় নার্সিং কাউন্সিল (INC), ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অধিভুক্ত।
Table of Contents
নেওটিয়া একাডেমি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে কি কি পড়ানো হয় ?
নেওটিয়া একাডেমি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর স্তরে নার্সিং কোর্স পড়ানো হয়।
GNM Nursing
নার্সিং ডিপ্লোমা কোর্সের মধ্যে রয়েছে, জেনারেল নার্সিং অ্যান্ড মিডউইফেরি (GNM Nursing)। জি.এন.এম নার্সিং কোর্সের সময়সীমা 3 বছর। শুধুমাত্র মহিলাদের জন্য এই GNM Nursing কোর্সটি।
GNM Nursing কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 40% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হয়। উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় ইংরাজি (English) বিষয়টি থাকা আবশ্যক।
জি.এন.এম নার্সিং কোর্সে ডাইরেক্ট অ্যাডোমিশন হয়। প্রার্থীর বয়স 17 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে।
B.Sc Nursing
নার্সিং স্নাতক কোর্সের মধ্যে রয়েছে, ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং (B.Sc Nursing)। বি.এস.সি নার্সিং কোর্সের সময়সীমা 4 বছর। এই B.Sc Nursing কোর্সটিও শুধুমাত্র মহিলাদের জন্য।
B.Sc Nursing কোর্সে ভর্তি হওয়ার জন্য পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry), জীববিদ্যা (Biology) ও ইংরাজি (English) বিষয়গুলি ও 45% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
বি.এস.সি নার্সিং কোর্সে ভর্তি হওয়ার জন্য JENPAS (UG) প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং প্রার্থীর বয়স 17 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে।
আরো পড়ো – JENPAS (UG) পরীক্ষা কি?
M.Sc Nursing
স্নাতকোত্তর কোর্সের মধ্যে রয়েছে মাস্টার অফ সায়েন্স ইন নার্সিং (M.Sc Nursing), যার সময়সীমা 2 বছর।
M.Sc Nursing কোর্সে ভর্তি হওয়ার জন্য B.Sc. Nursing / B.Sc. Hons. Nursing / Post Basic B.Sc. Nursing কোর্স 55% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হয় এবং নার্স হিসাবে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। এম.এস.সি নার্সিং কোর্সে ভর্তি হওয়ার জন্য JENPAS (PG) প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
M.Sc Nursing যে যে বিষয়ে করা যায়, তা হল –
- M.Sc Medical Surgical Nursing
- M.Sc Child Health Nursing
- M.Sc Community Health Nursing
নেওটিয়া একাডেমি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে কিভাবে ভর্তি হওয়া যায়?
Neotia Academy of Nursing Institute ভর্তি হওয়ার জন্য JENPAS প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্ক অনুযায়ী কাউন্সিলিং-এর মাধ্যমে অ্যাডমিশন হয়। এছাড়াও ডিপ্লোমা কোর্সে নাম্বারের ভিত্তিতে ডাইরেক্ট অ্যাডমিশন হয়।
যোগাযোগ
Address
Neotia Academy Nursing Training Institute
2052 Chakgaria | Near Upohar Housing Complex & adjacent to Kavi Subhash Metro and New Garia Railway Station Ward No 109 | Borough 12
Kolkata, West Bengal, India
PIN: 700094
Contact Details
Phone:
- +033 6815 5000
- +91 9073677255
Email: academy@neotiahealthcare.com
Website: neotiaacademy.com
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।