heritage-law-college
Category – Colleges | Law Colleges

হেরিটেজ গ্রুপ (Heritage Group) 2015 সালে একটি আইন কলেজ প্রতিষ্ঠা করে, যা হেরিটেজ ল কলেজে (Heritage Law College) নামে পরিচিত। যে সকল শিক্ষার্থীরা আইন নিয়ে ভবিষ্যত গড়ে তুলতে চায়, তাদের আইন সম্পর্কে প্র্যাক্টিকাল ও থিয়োরি দুই বিষয়ে সম্পূর্ণ শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এই কলেজটি তৈরি হয়।

হেরিটেজ ল কলেজেটি কলকাতা ইউনিভার্সিটির (Calcutta University) দ্বারা অনুমোদিত।

এই আইন কলেজটি ছাড়াও হেরিটেজ গ্রুপের আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলি হল –

  • The Heritage School
  • Heritage Business School
  • The Heritage Academy
  • Heritage Institute of Technology
  • The Heritage College.

হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি (Heritage Institute of Technology) কলেজ সম্পর্কে পড়ে নাও↓

Heritage Institute of Technology, Kolkata | হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, কলকাতা

হেরিটেজ ল কলেজে কি কি কোর্স পড়ানো হয়

হেরিটেজ ল কলেজে আইনের স্নাতক স্তরের কোর্স B.A.LL.B পড়ানো হয়। কোর্স সম্পর্কে নীচে আলোচনা করা হল –

বিএ এলএলবি (BA LLB) কোর্স

বিএ এলএলবি কোর্সটির সময়সীমা 5 বছর। উচ্চমাধ্যমিকের পর এই কোর্সে ভর্তি হয়; তাই প্রথম 2 বছর গ্র্যাজুয়েশনের পড়াশোনা শেখানো হয় এবং শেষে 3 বছর আইন নিয়ে পড়ানো হয়।

শুধু LLB কোর্স তিন বছরের হয়, এই কোর্সে গ্র্যাজুয়েশনের পর ভর্তি হতে হয়। বিএ এলএলবি ও এলএলবি দুটি কোর্সের তিন বছর একই পড়াশোনা করানো হয়।


বিএ এলএলবি ও এলএলবি কোর্স দুটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য দেখে নাও – বিএ এলএলবি ও এলএলবি কোর্স সম্পর্কে আলোচনা | BA LLB and LLB course details

হেরিটেজ ল কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?

কলকাতা ইউনিভার্সিটির দ্বারা আয়োজিত এন্ট্রান্স এক্সাম-এর মেরিট লিস্ট অনুযায়ী কাউন্সিলিং-এর মাধ্যমে ভর্তি নেওয়া হয়। যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 45% (SC, ST ও PH-দের জন্য 40%) নাম্বার নিয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এই কলেজে ভর্তি হতে পারবে।

যোগাযোগ

Address

Heritage Law College, Main Building

994, Madurdaha,Chowbaga Road, Anandapur

PO: East Kolkata Township

Kolkata, West Bengal, India

PIN: 700107

Contact Details

Phone: +91 33 6627 0575 / 0630 / 0609

Fax: +91 33 2443 0455 / 1794

Email: admin@hlc.edu.in

Website: www.hlc.edu.in


আরো পড়ো – হাজরা ল কলেজ | Hazra Law College

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!