Category – Blog
তুমি কি আগামী বছর অর্থাৎ 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় বসবে?
2025 সালে মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হবে এবং কবে শেষ হবে জানতে চাও?
তাহলে, তোমার জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ।
মাধ্যমিক 2025 পরীক্ষা কবে হবে?
রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ আগামী বছর অর্থাৎ 2025 সালে মাধ্যমিক পরীক্ষার রুটিন ঘোষণা করেছেন।
2025 সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 10ই ফেব্রুয়ারি এবং শেষ হবে 22শে ফেব্রুয়ারি।
মাধ্যমিকের পরেই ইঞ্জিনিয়ার হতে চাও? তাহলে এখনই দেখে নাও নীচের পোস্টটি,
মাধ্যমিক 2025 সালে কবে কি পরীক্ষা হবে?
মাধ্যমিক 2025 সালের পরীক্ষা শুরু হচ্ছে প্রথম ভাষা বিষয় দিয়ে এবং শেষ পরীক্ষা ঐচ্ছিক বিষয়।
• 10ই ফেব্রুয়ারি — প্রথম ভাষা (বাংলা)
• 11ই ফেব্রুয়ারি — দ্বিতীয় ভাষা (ইংরাজি)
• 15ই ফেব্রুয়ারি — অঙ্ক
• 17ই ফেব্রুয়ারি — ইতিহাস
• 18ই ফেব্রুয়ারি — ভূগোল
• 19শে ফেব্রুয়ারি — জীবনবিজ্ঞান
• 20ই ফেব্রুয়ারি — ভৌতবিজ্ঞান
• 22শে ফেব্রুয়ারি — ঐচ্ছিক বিষয়
একনজরে মাধ্যমিক 2024 পরীক্ষার রুটিন
Physical Education and Social Service, Work Education পরীক্ষাগুলির তারিখ পরে ঘোষিত হবে।
এই গুরুত্বপূর্ণ তথ্যটি বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না।
কেরিয়ার ও ব্যবসা সম্পর্কিত আলোচনা আপডেট পেতে আমাদের ওয়েবসাইট https://careerbondhu.com/ ভিসিট করো।
মাধ্যমিক 2025 পরীক্ষার অফিসিয়াল রুটিনের PDF ডাউনলোড করার জন্য ক্লিক করো → → Madhyamik 2025 Exam Routine PDF | মাধ্যমিক পরীক্ষার রুটিন PDF
পর্ব সমাপ্ত!
কেরিয়ার ও ব্যবসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে; নীচের ছবিটি ক্লিক করে আমাদের জিজ্ঞাসা করতে পারেন↓
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।