12 বছরের বিদ্যালয় জীবন কাটানোর পরে আমরা পড়াশোনার একটি বিভাগ (stream) বেছে নিই। এর পর 3 থেকে 6 বছরের কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে আমরা কাজের জগতে প্রবেশ করি। আমাদের জীবনের সিংহভাগ সময় অতিবাহিত হয় এই কাজের মধ্যে দিয়ে। ধারাবাহিক ভাবে পরিশ্রমের ফলে তিল তিল করে গড়ে ওঠে একটি সফল কেরিয়ার।
প্রতিটা ছাত্র বা ছাত্রী একটি সফল কেরিয়ার গড়ে তুলতে চায়। কিন্তু অনেকেই সঠিক গাইডেন্সের অভাবে লক্ষ্যচ্যুত হয়। বিশেষ করে বাঙালি ছাত্র / ছাত্রীদের কাছে এটি একটি বিরাট সমস্যা।
আমাদের লক্ষ্য ছাত্র – ছাত্রীদের / পাঠক – পাঠিকাদের সামনে সহজ বাংলা ভাষায় কেরিয়ারের বিভিন্ন দিকগুলি তুলে ধরে তাদের সাফল্যের গাইড হওয়া।
CareerBondhu.com এই কেরিয়ার পোর্টালের মাধ্যমে আমরা পড়াশোনার বিভিন্ন বিভাগ, প্রবেশিকা পরীক্ষার আপডেট, প্রস্তুতির টিপস, StartUp Guide, সরকারী চাকরীর আলোচনা ইত্যাদি কেরিয়ার সংক্রান্ত নানা বিষয় তোমাদের সামনে তুলে ধরে তোমাদের সাফল্যের প্রকৃত গাইড হয়ে ওঠার চেষ্টা করবো।
CareerBondhuTM is owned and managed by ECD Education LLP.