Category – Colleges | Technology & Management Colleges
2002 সালে শ্যামাপ্রসাদ ইন্সটিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (Institute of Engineering and Management) কলেজটি প্রতিষ্ঠিত হয়। এই কলেজটি সংক্ষেপে SITM, Kolkata নামে পরিচিত। এটি পশ্চিমবঙ্গের একটি অন্যতম ম্যানেজমেন্ট কলেজ।
এই কলেজটি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির (MAKAUT) দ্বারা অনুমোদিত৷
Table of Contents
শ্যামাপ্রসাদ ইন্সটিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে কি কি পড়ানো হয়?
SITM, Kolkata কলেজে শুধুমাত্র আন্ডার-গ্র্যাজুয়েট (UG) কোর্স পড়ানো হয়। আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক কোর্সের মধ্যে অন্যতম BBA ও BCA. এই কোর্স দুটি সম্পর্কে নীচে আলোচনা করা হল –
বিসিএ কোর্স (BCA Course
BCA -এর সম্পূর্ণ কথা ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন (Bachelor of Computer Application)। এটি একটি 3 বছরের কোর্স। যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই কোর্সে ভর্তি হওয়া যায়।
BCA কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে নাও – বিসিএ কোর্স কি? | BCA Course Details
বিবিএ কোর্স (BBA Course
BBA-এর সম্পূর্ণ কথা ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (Bachelor of Business Administration)। এটি একটি 3 বছরের কোর্স। যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই কোর্সে ভর্তি হওয়া যায়।
শ্যামাপ্রসাদ ইন্সটিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে BBA কোর্স আরো একটি বিষয় করা যায়, তা হল – BBA in Hospital Management (BHM)
BBA কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে নাও – বিবিএ কোর্স কি? | BBA Course Details
এছাড়াও রয়েছে,
- B.Sc in Data Science
- B.Sc in Multimedia, Animation
- M.Sc in Computer Science ইত্যাদি কোর্স।
শ্যামাপ্রসাদ ইন্সটিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?
এই কলেজে ভর্তি হওয়ার জন্য সাধারণত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্ক এবং যোগ্যতা অনুযায়ী কাউন্সিলিং-এর মাধ্যমে এই কলেজে ভর্তি হওয়া যায়।
MAKAUT দ্বারা পরিচালিত কমন এন্ট্রান্স টেস্ট (CET) প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্ক এবং উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে এই SITM কলেজে ভর্তি হওয়া যায়।
যোগাযোগ
Address
Syamaprasad Institute of Technology and Management, Main Building
7, Raja Rammohan Roy Road, Tollygunge
Kolkata, West Bengal, India.
PIN: 700 041
Contact Details
Phone:
- +91-9804804571
- +91-9804804575
- +91-9804527027
Email: siae.edu@gmail.com
Website: https://sitmcollege.com/
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।C