Category – Colleges | Law Colleges
জাতীয়তাবাদের নেতা স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1884 সালে সুরেন্দ্রনাথ কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রথমে এই কলেজের নাম প্রেসিডেন্সি ইনস্টিটিউশন (Presidency Institution) ছিল। ঐ একই বছরে ব্রিটিশ ভাইসরয় লর্ড রিপনের নামে রিপন কলেজ (Ripon College) নামকরণ করা হয়েছিল। স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জির মৃত্যুর পর 1948-49 সালে তার স্মরণে এই কলেজের নাম হয় সুরেন্দ্রনাথ কলেজ (Surendranath College)।
সুরেন্দ্রনাথ কলেজ সম্পর্কে আরো পড়ুন – সুরেন্দ্রনাথ কলেজ | Surendranath College
সুরেন্দ্রনাথ কলেজটি National Assessment and Accreditation Council (NAAC) দ্বারা 2017 সালে Grade B+ স্বীকৃতি লাভ করেছে এবং NIRF ranking-এ 2015 সালে র্যাঙ্ক করেছে।
1884 সালে আইনের স্নাতকোত্তর বিভাগ শুরু হয় এবং কলেজটি আরও সম্প্রসারিত হয়।
পরবর্তীকেল 1885 সালে একটি স্বাধীন ল (Law) কলেজ হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় এবং নাম হয় সুরেন্দ্রনাথ ল কলেজ (Surendranath Law College)। এই আইন বা ল (Law) কলেজটি এখন দেশের প্রাচীনতম আইন কলেজ হিসাবে বিবেচিত হয়।
Table of Contents
সুরেন্দ্রনাথ ল কলেজে কি কি পড়ানো হয় ?
সুরেন্দ্রনাথ ল কলেজে আইন নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স পড়ানো হয়।
স্নাতক (Graduation)
স্নাতক স্তরের দুটি LLB (Bachelor of Laws) কোর্স রয়েছে, যথা –
- B.A. LL.B.
- B.A. LL.B. (Hons.)
আরো পড়ুন – BA LLB কোর্স কি? | BA LLB Course | Bachelor of Laws
স্নাতক কোর্সগুলির সময়সীমা 5 বছর। B.A. LL.B. কোর্স দুটিতে ভর্তি হওয়ার জন্য যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হয়।
স্নাতকোত্তর (Post-Graduation)
স্নাতকোত্তর কোর্সের মধ্যে রয়েছে, LLM (Master of Laws)।
স্নাতকোত্তর কোর্সের সময়সীমা 2 বছর। LLM কোর্সে ভর্তি হওয়ার জন্য LLB-এর স্নাতক কোর্সে 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হয়।
সুরেন্দ্রনাথ ল কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?
সুরেন্দ্রনাথ ল কলেজে ভর্তি হওয়ার জন্য কলকাতা ইউনিভার্সিটি কমন অ্যাডমিসন টেস্ট (Common Admission Test) প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কাউন্সিলিং-এর মাধ্যমে ভর্তি হওয়া যায়।
আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓
যোগাযোগ
Address
Surendranath Law College, Main Building
24/2, Mahatma Gandhi Road, Sealdah
Kolkata, West Bengal, India
PIN: 700009
Contact Details
Phone: 033-2350-3896
Email: info@snlawcollege.ac.in
Website: www.snlawcollege.ac.in
পর্ব সমাপ্ত!
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।