Madhyamik 2023 Results
Category – Blog

তুমি কি মাধ্যমিক 2023 পরীক্ষার্থী?
ভাবছো মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে কিভাবে দেখবে?

তাহলে, তোমার জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ।

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হবে?

রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, 2023 মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 19শে মে (19th May), শুক্রবার প্রকাশ হবে


আরো পড়ো – উচ্চমাধ্যমিকের পর বাছাই করা তিনটি মেডিক্যাল কোর্স

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশ হবে?

রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 19শে মে সকাল 10টায় মাধ্যমিক 2023 পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন।

ঘোষণার পর পরীক্ষার্থীরা রেজাল্ট অনলাইনে দেখতে পাবে। অনলাইনে অর্থাৎ ওয়েবসাইটে মাধ্যমিকের ফলাফল দেখার সময় হল দুপুর 12টা

উচ্চ মাধ্যমিকের পর কি নিয়ে পড়বো | হোটেল ম্যানেজমেন্ট

কোন কোন ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে?

যে যে ওয়েবসাইটে 2023 মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে, সেগুলি হল –

  • www.wbbse.wb.gov.in
  • www.exametc.com
  • http://wbresults.nic.in ইত্যাদি।

আরো পড়ো – উচ্চমাধ্যমিকের আর্টস নিয়ে পড়াশোনার পর তিনটি চাকুরিমুখী কোর্স

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অনলাইনে কিভাবে দেখবে?

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অনলাইনে কিভাবে দেখবে তা নীচে কয়েকটি ধাপে আলোচনা করা হল –

  • পরীক্ষার্থীদের প্রথমে একটি ইন্টারনেট যুক্ত মোবাইল নিতে হবে।
  • গুগল (Google) গিয়ে www.wbbse.wb.gov.in বা http://wbresults.nic.in টাইপ করে বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর ওয়েবসাইটের হোমপেজে দেওয়া “Results (রেজাল্টস)” ট্যাবে ক্লিক করতে হবে।
  • নিজের রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে।
  • সাবমিট করলেই রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে এবং প্রয়োজনে রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারো।

এছাড়াও মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও রেজাল্ট দেখা যাবে, অ্যাপগুলি হল – এক্সামইটিসি (Exametc), মাধ্যমিক রেজাল্টস 2023 (Madhyamik Results 2023), ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট 2023 (West Bengal Board Result 2023) ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!